দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ সকাল থেকেই ভক্তদের ঢল মন্দির চত্বরে।


রবিবার,২৭/১০/২০১৯
845

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ কালীঘাট, তারাপীঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর সকাল থেকেই ভক্তদের সমাগম। আচার রীতি মেনে চলছে পুজার আয়োজন। ইতিমধ্যে বহু দূর দুরান্ত থেকে ভক্তরা এসেছেন মায়ের পুজা দিতে। সকাল থেকেই ভক্তদের সমাগম মন্দির চত্বর জুড়ে। আজ তারাপীঠে বিশেষ পুজার আয়োজন করা হয়েছে । অগনিত ভক্তের জমায়েত মায়ের মন্দিরে।

 

সাড়ম্বরে রীতি মেনে হচ্ছে পুজো। বামাক্ষেপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির-সংলগ্ন শ্মশানক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্রসাধনা করতেন। এটি দ্বারকা নদীর তীরে অবস্থিত প্লাবন সমভূমির সবুজ ধানক্ষেতের মধ্যে এই তীর্থস্থান অবস্থিত।আজ বীরভুমের তারাপীঠে সকাল থেকেই বহু ভক্ত এসেছেন। ভক্তদের ভিড়ে সরগরম মন্দির চত্বর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট