আলোর উৎসবে আশার আলো দেখছেন বাজি বিক্রেতারা


শনিবার,২৬/১০/২০১৯
488

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ অবশেষে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে আজ সকাল থেকেই অনেকটাই। বেশ কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা কলকাতা। ফলে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছিল বাজি বিক্রেতাদের কপালে। আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ অনেকটাই স্বস্তি দিয়েছে বাজি বিক্রেতাদের।

 

রবিবার কালীপুজোর দিন সরবে কালো মেঘ। ওই দিন রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনাও রয়েছে।তাই আলোর উৎসবের আগে বেজায় দুশ্চিন্তায় পড়ে যাওয়া বাজি বিক্রেতাদের কাছে আবহাওয়া দপ্তরের এমন পূর্বাভাস আশার আলো জ্বালিয়ে রেখেছে। বৃষ্টির কালো মেঘ সরিয়ে আশার আলো দেখছেন বাজি বিক্রেতারা। আজ থেকেই ভিড় জমবে বলে মনে করছেন বাজি বিক্রাতাদের একাংশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট