নিজস্ব প্রতিবেদনঃ শুক্রবার নিজেদের ঘরের মাঠে হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল এটিকে।আই এস এল এর প্রথম ম্যাচে কেরলের কাছে পরাজিত হয়েছিল এটিকে।তবে হারের রেশ কাটিয়ে ফের জয়ে ফিরল হাবাস বাহিনী। এদিন শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখেন গার্সিয়ারা। প্রথমার্ধেই তিন-তিনটে গোলে করে ফেলে এটিকে। শেষ পর্যন্ত হায়দরাবাদ এফ সি’কে পাঁচ গোলে পর্যদুস্ত করে আইএসএলে দুরন্তভাবেই ঘুরে দাঁড়াল এটিকে।
আইএসএলে দুরন্তভাবেই ঘুরে দাঁড়াল এটিকে
শনিবার,২৬/১০/২০১৯
787
বাংলা এক্সপ্রেস---