নিজস্ব প্রতিবেদনঃ সকাল থেকেই এক নাগাড়ে বৃষ্টি শহর সহ জেলা জুড়ে। দীপাবলির আগে দফায় দফায় বৃষ্টিতে ভিজল সারা রাজ্যে।সন্ধেতেই বৃষ্টিতে ভেজে তিলোত্তমা। রাতভোর একনাগাড়ে চলে বৃষ্টি। অন্যদিকে দফায় দফায় বৃষ্টির জেরে চিন্তার ভাঁজ পড়েছে পুজো উদ্যেক্তাদের মধ্যে। শেষ মুহুর্তের প্রস্তুতিতে বাঁধ সাজছে বৃষ্টি।
বৃহস্পতিবার সারাদিন ধরে দফায় দফায় বৃষ্টি হয়েছে শহর সহ জেলা জুড়ে। পাশাপাশি বৃষ্টির জেরে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে বাজি বিক্রেতাদের কপালে। তবে রাজ্যবাসীর জন্য খুশির খবর কালীপুজোর দিন বৃষ্টি হওয়ার কোনও আশঙ্কা নেই। সেদিন সকাল থেকেই আকাশ পরিস্কার থাকবে জানাল আবহাওয়া দপ্তর।