আজ ধনতেরস। সমৃদ্ধির উৎসব।


শুক্রবার,২৫/১০/২০১৯
1324

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আজ ধনতেরাস।ধনতেরাসের শুভ লগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয় মূল্যবান ধাতু ৷’ধন’ শব্দের মানে সম্পত্তি। ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের ১৩তম দিন। দীপাবলীর সময় লক্ষ্মীপুজোর দিন দুই আগে ধনতেরাস হয়। উৎসবকে ঘিরে ক্রেতাদের মন ভরাতে প্রচেষ্টার ত্রুটি রাখেনি সোনার দোকানগুলিও।

 

 

বড় ও নামকরা শোরুমগুলি সেজে উঠেছে নতুন সাজে,। কথিত আছে, এই দিন নতুন জিনিস কিনে আনা মানে নিজের সুখ-সমৃদ্ধিকে আহ্বান জানানো।ধনতেরাসে সোনা কিনলে ঘরে ঐশ্বর্য বৃদ্ধি হয়। এমনই বিশ্বাস করেন বহু মানুষ। আর তাই এই দিনে খুব অল্প হলেও ঘরে সোনা নিয়ে আসেন তাঁরা। তবে শুধু সোনাই নয়, এই দিনে নতুন বাসনপত্রও কেনা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট