ফ্রান্সে হবে রণবীর-আলিয়ার বিবাহ !


শুক্রবার,২৫/১০/২০১৯
1732

ফ্রান্সে হবে রণবীর-আলিয়ার বিবাহ ! বলিউডের সবচেয়ে বিখ্যাত দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভট্ট বিয়ে করতে যাচ্ছেন। বলা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই তারা সাত পাকে বাঁধতে চলেছেন। খবর আসছে রণবীর ও আলিয়া পরের মাসের নভেম্বরে বিয়ে করছেন। দুজনেই একটি গন্তব্য বিবাহ করছেন এবং তারা বিবাহের জন্য ফ্রান্সকে বেছে নিয়েছেন। জানা গেছে, রণবীর আলিয়ার বিয়ের জন্য ক্যাফের ব্যবস্থা করার জন্য শেফ রিতু ডালমিয়াকে যোগাযোগ করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে, আনুশকা-বিরাটের বিয়েতেও রিতু ক্যাটারিং সেবা দিয়েছিলেন।

কিছুদিন আগে আলিয়া ও রণবীরের বিয়ের কার্ড হয়েছিল ভাইরাল। কার্ডটিতে উল্লেখ ছিল যে আলিয়া এবং রণবীর 22 জানুয়ারী 2020 -তে রাজস্থানের যোধপুরের উমাইদ ভবন প্রাসাদে বিয়ে করবেন। এই কার্ডটি ছিল নকল এবং এটি ফটোশপ-এর মাধ্যমে তৈরি করা হয়েছিল। ফেক কার্ড দেখে আলিয়া ভট্ট নিজেও হতবাক হয়ে গিয়েছিলেন। রণবীর কাপুরের বাবা-মা চাইছেন দুজনেই শিগগিরই বিয়ে করে ফেলুন। ঋষি কাপুর যখন ক্যান্সারে ভুগছিলেন তখন তিনি রণবীরকে তার সাথে বিয়ে করতে বলেছিলেন। এখন তিনি ক্যান্সার মুক্ত। তাই রণবীর তার বাবার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চান। রণবীর আলিয়া গত দুই বছর ধরে প্রেম করছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট