রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘রক্তকরবী’ পরিবেশন করবে সাতক্ষীরার সাংস্কৃতিক সংগঠন প্রাণকেন্দ্র


বৃহস্পতিবার,২৪/১০/২০১৯
991

বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা,বাংলাদেশ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘রক্তকরবী’ পরিবেশন করবে সাতক্ষীরার সাংস্কৃতিক সংগঠন প্রাণকেন্দ্র। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশের সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাটক প্রদর্শিত হবে। প্রাণকেন্দ্র’র পরিবেশনায় রক্তকরবী নাটকে কানাইলাল মজুমদার, আমিনা বিলকিস ময়না, আবু সালেক, মনিরুল ইসলাম মিম, হাসানুর রহমান, সিকান্দার আবু জাফর, আক্তারুল ইসলাম, তনিমা ঢালী তমা, পারভেজ ইমামসহ ২১জন শিল্পী অংশগ্রহণের কথা জানিয়েছেন নাটকটির নাট্য নির্দেশক শেখ আবু সালেক চাঁদ। মঞ্চে এসে নাটকটি উপভোগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রাণকেন্দ্র’র সমন্বয়ক শরীফুল্লাহ কায়সার সুমন।

ক্লিন সাতক্ষীরা গ্রিণ সাতক্ষীরা এবং দুর্ণীতিমুক্ত সাতক্ষীরা গঠনের প্রত্যয়ে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত নাট্য উৎসবের দ্বিতীয় দিনে রক্তকরবী প্রদর্শিত হচ্ছে। জেলার ১১টি নাটকের দল এ উৎসবে অংশ নেয়ার কথা আছে বলে জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট