প্রকাশ পেয়েছে স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার সিনেমার ফাইনাল ট্রেলার


বুধবার,২৩/১০/২০১৯
1365

এবার প্রকাশ পেয়েছে স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার সিনেমার ফাইনাল ট্রেলারটি। আজ অর্থাৎ মঙ্গলবার স্টার ওয়ার্সের চূড়ান্ত ট্রেইলার সামনে এসেছে। আর এই ট্রেইলারে দ্য রাইজ অফ স্কাইওয়াকার বাইরে এসেছে। ট্রেইলারটি মাধ্যমে জানাগিয়েছে যে ল্যান্ডো ক্যালরিসিয়ান এবং সি -3 পিওর মতো মূল ট্রিলজি থেকে কিছু অনুরাগী প্রিয় চরিত্র এবং লুক্ক স্কাইওয়াকার এবং সম্রাট প্যালপাটাইনের অন্য কোনও ভয়েসওভারের বৈশিষ্ট্যও রয়েছে এই স্টার ওয়ার্সে। স্টার ওয়ার্স: দ্য রাইজ অফ স্কাইওয়াকার সিনেমাটি 20 ডিসেম্ব প্রকাসশের নমুনা। তবে চূড়ান্ত ট্রেলারটিতে আরও দুটি মুহুর্ত দাঁড়িয়ে আছে।

প্রথমটি টিয়ারজার্কার এবং এতে সি -3 পিও জড়িত, দ্বিতীয়টি হ’ল একটি ভয়েসওভার, যেখানে লুক স্কাইওয়াল(মার্ক হ্যামিল অভিনয় করেছেন) রেকে আশ্বাস দিয়েছিলেন যে ফোর্স তার সাথে থাকবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট