মাত্র 30 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone


বুধবার,২৩/১০/২০১৯
2882

Vodafone তার ন্যূনতম রিচার্জ পরিকল্পনাটি আগস্টে 20 টাকায় নামিয়ে এনেছিল এবং এখন অপারেটর ভারতে তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য 30 টাকার নতুন একটি পরিকল্পনা তৈরি করেছে। Vodafone-এর 30 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি সহ ফুল টকটাইম পাবেন। তবে এই প্ল্যানে কোন ডেটার সুবিধা পাওয়া যাবে না। এই পরিকল্পনাটি আপাতত মুম্বই, কেরল এবং কর্ণাটক সার্কেল জুড়ে উপলব্ধ। 30 টাকা প্রিপেড প্ল্যানে 30 টাকা টকটাইম দিচ্ছে Vodafone। সাথে থাকছে 28 দিন ভ্যালিডিটি। সম্প্রতি 45 টাকা আর 20 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল কোম্পানিটি।

এই দুই প্ল্যানের মাঝে থাকছে নতুন 30 টাকা প্রিপেড প্ল্যান। 20 টাকা আর 30 টাকা প্ল্যানে কোন ডেটা না থাকলেও 45 টাকা প্রিপেড প্ল্যানের সাথে 100 MB ডেটা পাওয়া যাবে। আর ভোডাফোনের 30 টাকার প্রিপেইড প্ল্যানও নির্বাচিত গ্রাহকরা Paytm আর PhonePe অ্যাপ এবং অন্যান্য অন্তর্ভুক্ত থেকে নিতে পারবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট