বিয়ের পর আবার সিনেমায় ফিরছেন নায়িকা জেনেলিয়া ডিসুজা


বুধবার,২৩/১০/২০১৯
795

বিয়ের পর আবার সিনেমায় ফিরছেন নায়িকা জেনেলিয়া ডিসুজা। অনেকে বলে যে মেদের জীবনে যদি বিয়ে এবং সংসার চলে আসে তাহলে মেয়েদের কেরিয়ার শেষ হয়ে যায়। আর বিয়ে বা কোনো ঘটনার পরিপেক্ষিতে নিজের পেশায় ফেরার ক্ষেত্রে আমরা তাকে আবার কামব্যাক বলি। আর এমনটাই করলেন জেনেলিয়া ডিসুজা। জানাগিয়েছে ২০১২ সালে রীতেশ দেশমুখের সঙ্গে বিয়ের পর থেকে নিজের কেরিয়ার থেকে স্বইচ্ছায় সরে এসেছিলেন জেনেলিয়া ডিসুজা। এরপর তাঁদর জীবনে এসেছে দুই সন্তান। সব সামলে জেনেলিয়া আবার জিমে যাওয়া শুরু করেছেন। নিয়মিত শরীরচর্যা করছেন। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে একটি তেলগু সিনেমাতে। তবে কোন চরিত্রে তিনি অভিনয় করছেন তা এখনও জানা যায়নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট