ফাঁস হল Xiaomi MI Mix 4 স্মার্টফোনের ছবি সহ কিছু স্পেসিফিকেশন


বুধবার,২৩/১০/২০১৯
798

ফাঁস হল Xiaomi MI Mix 4 স্মার্টফোনের ছবি সহ কিছু স্পেসিফিকেশন। সম্প্রতি Xiaomi-র MI 9 pro এবং মি মিক্স আলফা স্মার্টফোনগুলি চীনে চালু হয়েছে। সংস্থাটি এর আগে Xiaomi MI Mix 4 চালু করার আশা করেছিল। তবে এটি এমআইএক্স আলফা কনসেপ্ট ফোনটির পরিবর্তে চালু করেছে। এখন এই Xiaomi MI Mix 4 ফোনের এর একটি চিত্র অনলাইনে ফাঁস হয়েছে। সে সাথে সাথে স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। যা 24 অক্টোবর লঞ্চ করবে সংস্থা। আর এই Xiaomi MI Mix 4 স্মার্টফোনে থাকতে পারে 2340 x 1080 পিক্সেল সহ 6.39 ইঞ্চি ডিসপ্লে, 108-মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও, ফোনটি সম্ভবত 16x মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 12-মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরার সেটআপ থাকতে পারে এবং সেলফি সেন্সরটির জন্য একটি পপ-আপ ক্যমেরা, স্ন্যাপড্রাগন 855+ প্রসেসরের সাথে 12 জিবি র‌্যাম এবং 1 টিবি স্টোরেজ, 4500 এমএএইচ ব্যাটারি এবং জল্পনা হলেও থকতে পারে 40W ফাস্ট চার্জিং। আর থাকতে পারে অ্যান্ড্রয়েড 9.0 পাই অপারেটিং সিস্টেম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট