বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, সোনাক্ষী সিনহা ও অক্ষয় খান্না অভিনীত 2017 সালে মুক্তি পাওয়া ‘ITTEFAQ’ এখন চীনে মুক্তি পেতে চলেছে। এই ছবির মাধ্যমেই অভয় চোপড়া প্রথমবারের মতো স্বাধীনতা বিশ্বে আত্মপ্রকাশ করেছিলেন। ছবিটি ভারতের তিনটি বড় স্টুডিও, রেড চিলিজ বিনোদন, বিআর স্টুডিওস এবং ধর্ম প্রোডাকশনের একটি সহযোগী প্রকল্প ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, সোনাক্ষী সিনহা ও অক্ষয় খান্না। ছবিটি ১০০ মিনিটের থ্রিলার এবং দু’জন সন্দেহভাজন বিক্রম (সিদ্ধার্থ মালহোত্রা), একজন প্রশংসিত লেখক এবং মায়া (সোনাক্ষী সিনহা), একজন তরুণ গৃহবধূকে ঘিরে। এই দু’জনেরই সেই ভয়ঙ্কর রাতে ঘটে যাওয়া ঘটনার নিজস্ব গল্প আছে ।
2017 সালে মুক্তি পাওয়া ‘ITTEFAQ’ এখন চীনে মুক্তি পেতে চলেছে
বুধবার,২৩/১০/২০১৯
628