বিগ বস ১৩ শোয়ে অশ্লীলতার আভাস,ব্যান করতে পারে সিএআইটি


বুধবার,২৩/১০/২০১৯
925

বিগ বস ১৩ শোয়ে অশ্লীলতার আভাস,ব্যান করতে পারে সিএআইটি। সদ্য চালু হয়েছে সলমান খানের এই বিগ বস ১৩ শো। আর তার এক সপ্তাহের মধ্যে অশ্লীলধর্মী ব্যাবহারের অভিযোগ উঠল এই শোয়ের বিরুদ্ধে। আর এই ব্যাপারে দেশের কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স মন্তব্য করে বলেছে যে এই শো ঘিরে অশ্লীলতা এতটাই বেড়ে গিয়েছে যে তা পরিবারের সদস্যদের সঙ্গে বসে দেখা যাচ্ছে না। আর অভিযোগ করা হয়েছে এদিন অভিনেত্রী রেশমি দেশাইকে বলা হয় সিদ্ধার্থ শুক্লার সঙ্গে একই বিছানায় শোওয়ার জন্য। সরাসরি এরকম প্রস্তাব আসার খানিকটা অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী।

তাঁর সেই মুহূর্ত ধরাও পড়ে টিভির পর্দায়। এই দেখেই নড়েচড়ে বসে সিএআইটি। আর তার পর এই ঘটনাকে কেন্দ্র করে সিএআইটি সরাসরি দেশের সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেদকরের কাছে একটি চিঠি পাঠায়। চিঠিতে বিগ বস ১৩-এর এই এপিসোডের কথা উল্লেখ করা হয়। যা সম্পূর্ণ ভুল বার্তা দিচ্ছে দর্শকদের। এমনকি এই শো নৈতিকতার আঘাত করে চলেছে। তাই অবিলম্বে বন্ধ হতে পারে সলমন খানের বিগ বস ১৩।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট