দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না বিএসএনএল অস্থায়ী কর্মীরা। বেতনের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার বেতন না পাওয়া কর্মীরা। এবার তারা আন্দোলন দেখাতে হাজির হলো সটান বিজেপির রাজ্য দপ্তরের সামনে। বুধবার কয়েকশো বিএসএনএলের অস্থায়ী কর্মী বিজেপি রাজ্য দপ্তরের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায়। কেন্দ্রীয় সরকার বিএসএনএল কে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ তোলেন তারা। এমনকি বিজেপি রাজ্য দপ্তরের সামনে বসেো পরেন অনেক আন্দোলনকারী। এর ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
বিজেপি রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ বিএসএনএল অস্থায়ী কর্মীদের
বুধবার,২৩/১০/২০১৯
781