ঝাড়গ্রাম : দীর্ঘদিনের এলাকার ব্যবসায়ীদের দাবি ছিল মাটির রাস্তা পাকা করার জন্য। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে রামকৃষ্ণ বাজারের ঢালাই রাস্তার কাজ এদিন শুরু হয় ঝাড়গ্রাম জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ শুভ্রা মাহাতোর উপস্থিতিতে। এছাড়াও ছিলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন বাদে মাটির রাস্তা ঢালাই হওয়ায় খুশি ব্যবসায়ীরা। এরপর বর্ষাকালে আর অসুবিধা হবে না বাজারে আসা মানুষজনের। ঝাড়গ্রাম জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ শুভ্রা মাহাতো বলেন,’এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ওই রাস্তা ঢালাই করে দেওয়ার জন্য। এদিন থেকে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে।৭৫৫ মিটার মোট রাস্তা ঢালাই করার জন্য জেলা পরিষদ থেকে ৪৪ লক্ষ ৯৬ হাজার ৪১৪ টাকা বরাদ্দ করা হয়েছে।’
মানিকপাড়ার রামকৃষ্ণ বাজারের ঢালাই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি ব্যবসায়ীরা
মঙ্গলবার,২২/১০/২০১৯
709