পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে বর্তমান রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার রাজ্যবাসীকে তাদের নিজের বক্তব্যও স্বাধীনভাবে ব্যক্ত করার অধিকার কেড়ে নিচ্ছে। সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানিয়ে এলেন কংগ্রেসের চার সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সাংসদ আবু হাসেম খান চৌধুরী, রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং দলীয় বিধায়ক মইনুল হক চৌধুরী। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে এই প্রতিনিধি দলের সদস্যরা অভিযোগ করেনন, রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে কংগ্রেস নেতারা জানান, কেন স্বাধীন মতামত জানানোর অধিকার কেড়ে নেয়া হবে?
সন্বয় বন্দ্যোপাধ্যায়কে কোন কারণে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। ঋণ প্রদীপ ভট্টাচার্য বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে পারেন তাহলে আমরা কেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করতে পারবো না। সমালোচনা করার অধিকার কোন যুক্তিতে কেড়ে নেয় সরকার প্রশ্ন প্রদীপ বাবুর।