অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও ব্যাঙ্ক এমপ্লইজ ফেডারেশন অব ইন্ডিয়া ডাকে দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট


মঙ্গলবার,২২/১০/২০১৯
862

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও ব্যাঙ্ক এমপ্লইজ ফেডারেশন অব ইন্ডিয়া ডাকে দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট পালিত হচ্ছে মঙ্গলবার।। দেশের সমস্ত রাষ্টায়ত্ব ব্যাঙ্কগুলি এই ধর্মঘটে সামিল হয়েছে। রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্কগুলি ধর্মঘটে যোগ দেওয়ায় লেনদেন নিয়ে ভোগান্তির শিকার হয়েছেন লক্ষ লক্ষ দেশবাসী। ব্যাঙ্ক সংগঠনগুলি ধর্মঘট আহ্বান করায় লেনদেন নিয়ে চরম যে আশঙ্কা করা হহয়েছিল মঙ্গলবার গ্রাহকরা তা টের পান সকাল থেকেই। তবে আশার কথা হল, ধর্মঘটে সামিল হয় নি বেসরকারি ব্যাঙ্কগুলি।

রাষ্টয়ত্ব ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকায় অনেকেই প্রয়োজন মিটিয়েছেন বেসরকারি ব্যাঙ্কের পরিষেবা নিয়ে।ব্যাঙ্ক সংযুক্তিকরণ, সপ্তাহে কাজের দিন কম করা, অনাদায়ী ঋণ আদায় করা, শূন্যপদে কর্মী নিয়োগ-সহ একাধিক দাবিতে ধর্মঘটে সামিল হয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। বহুবার কেন্দ্রের কাছে দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসলেও কোন দাবিই সরকার মেটায়নি বলে অভিযোগ ধর্মঘটি সংগঠনগুলির। পরবর্তীতে কেন্দ্রের ব্যাঙ্ক সংযুক্তিকরন সিদ্ধান্তে পরিস্থিতি আরও জটিল হয়। এরফলে নতুন করে কাজের সুযোগ নষ্ট হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হারানোর আশঙ্কাও করা হচ্ছে ধর্মঘটীদের পক্ষ থেকে।

এদিকে ধর্মঘটের ব্যাপারে গ্রাহকদের সতর্ক করে দিয়েছে স্টেট ব্যাঙ্ক। তবে ব্যাঙ্কের তরফে সংবাদমাধ্যমে বলা হয়েছে, ব্যাঙ্কের কিছু কর্মী ধর্মঘটে সামিল হওয়ায় লেনদেন প্রভাব পড়ার আশঙ্কা কম।অন্যদিকে, সিন্ডিকেট ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অব মহারাষ্ট্র ব্যাঙ্কও গ্রাহকদের সতর্ক করেছে। সিন্ডিকেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, লেনদেন স্বাভাবিক রাখার জন্য চেষ্টা চালানো হচ্ছে। তবে ধর্মঘটের ফলে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্মে প্রভাব পড়তে পারে।উল্লেখ্য, ব্যাঙ্ক সংযুক্তিকরনের ঘোষণার পরই সরব হয় ব্যাঙ্ক কর্মচারি ইউনিয়নগুলি। গত ২৬ সেপ্টেম্বর থেকে ২ দিনের ধর্মঘটের ডাক দেয় ৪টি ব্যাঙ্ক কর্মী ইউনিয়ন। তবে কেন্দ্রের সঙ্গে আলোচনার পর শেষপর্যন্ত সেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। তার পর এবার ফের ধর্মঘটের ডাক।

https://youtu.be/zch8zQisi40

ধর্মঘটি সংগঠনগুলির অভিযোগ, কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে যে নীতি গ্রহন করেছে তা আত্মঘাতী সিদ্ধান্ত। ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়দেব দাশগুপ্ত দাবি জানান, কেন্ত্রীয় সরকার অবিলম্বে ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্ত থেকে সরে আসুক। সরকার সিদ্ধান্ত না বদলালে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট