দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট চলছে। ধর্মঘটে সামিল হয়েছেন ব্যাংকের কর্মচারীরা। তবে এই ধর্মঘটের মধ্যেও স্টেট ব্যাংকের কিছু শাখা খোলা রয়েছে মঙ্গলবার। যেমন নদীয়ার চাকদা থানা শিমুরালি স্টেট ব্যাংকের শাখা খোলা ছিল এদিন। আর এইদিনই সয়ম্বর গোষ্ঠীর সদস্যদের বিক্ষোভের মুখে পড়তে হলো ব্যাংক কর্তৃপক্ষকে। ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগের সোচ্চার হলেন তারা।
দীর্ঘদিন যাবৎ ঋণ না পেয়ে, অবশেষে ঋণ পাওয়ার দাবিতে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নদীয়ার চাকদহের শিমুরালি শাখা ঘেরাও করল শিমুরালি গ্রাম পঞ্চায়েতের সয়ম্বর গোষ্ঠীর সদস্যরা। গোষ্ঠীর সদস্যা দের দাবি, বর্তমান ব্যাংক ম্যানেজার চিত্রিতা সাহা। তিনি তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন এবং দীর্ঘদিন ধরে তারা ঋণ পান না। ঋণ পাইয়ে দেওয়ার নামে সিঙ্গেল একাউন্ট করিয়ে তাদেরকে বীমার করানোই ওনার ব্যবসায় পরিণত হয়েছে।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিক্ষোভ সামাল দিতে ছুটে আসে চাকদা থানার পুলিশ বাহিনী এবং সঙ্গে ছুটে আসে শিমুরালি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা মন্ডল এবং কল্যাণীর জয়েন্ট ভিডিও সুরঞ্জন বিশ্বাস। স্বয়ম্বর গোষ্ঠীর সদস্যদের দাবি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম মেনে যদি ম্যানেজার চিত্রিতা সাহা ঋণ না দেয়, তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।