নিজস্ব প্রতিবেদনঃ বাংলা ছায়াছবির জগতে জনপ্রিয় নায়িকাদের মধ্য অন্যতম অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর অভিনয় বরাবর মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। তবে এবার স্বামীর মঙ্গলকামনায় বিয়ের প্রথম বছরেই করবা চৌথ পালন করেছেন নায়িকা। সুদৃশ্য চালুনি দিয়ে মুখ দেখেছেন চাঁদের। তিনি এই প্রথম এই ব্রত রাখলেন। নিয়ম মেনে নতুন শাড়ি-গয়নায় সেজে সারাদিন উপোস থেকে স্বামীর মঙ্গল কামনা করেছেন।
স্বামীর মঙ্গল কামনার্থে প্রথম করবা চৌথ পালন করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
শুক্রবার,১৮/১০/২০১৯
1221
বাংলা এক্সপ্রেস---