নিজস্ব প্রতিবেদনঃ বলিউড জগতে অত্যান্ত পরিচিত নাম রজত কাপুর। হিন্দী ছায়াছবিতে তাঁর অভিনয় বরাবর মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। তবে এই প্রথম বার বাংলা ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যেতে পারে জনপ্রিয় এই অভিনেতাকে। সুত্রের খবর সৌরভ চক্রবর্তীর পরিচালনায় হইচই এর জন্য একটি থ্রিলার ওয়েব সিরিজে অভিনয় করবেন রজত।
এই প্রথম বাংলা ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন রজত কাপুর।
শুক্রবার,১৮/১০/২০১৯
938
বাংলা এক্সপ্রেস---