গোধূলি নিয়ে গেছে


বুধবার,১৬/১০/২০১৯
3656

গোধূলি নিয়ে গেছে

অস্তাচলগামী সূর্য –
মাটিতে ছায়া দীর্ঘায়িত,
গরুর খুরের ধূলো
ধূম্র কুন্ডলাকারে
উৎক্ষিপ্ত আকাশে।
গোধূলি সমাগত–
সূর্যের রশ্মিতে লাল হয়ে
পাখিরা ফিরছে আপন গৃহে
তরঙ্গায়িত ডানার কম্পনে ।
সাদা বক সারি ধরে
চলেছে প্রিয়ার খোঁজে
আপন নীড়ে।
নীলের উপর আবীর ঢেলেছে
আকাশের লাল মেঘে।
আঁচল নেড়ে বিদায়ের
অপেক্ষায়
ঊষার আগন্তুক অতিথি।
মনে হয় চলে যাই –
আগন্তুকের পথ ধরে ;
পারি না যেতে –
হৃদয়ের বাঁধন ছিন্ন করে।
আমি বসে আছি তাই
ধ্বংসস্তূপের মাঝে ।
খুঁজছি তাকে…..
জানা অজানার সম্ভারে।
তবু কোথাও পাইনা খুঁজে
প্রেমহীন পৃথিবীতে।
নিভে গেছে আমার সবকিছু
গোধূলির অস্তাচলগামী
সূর্যের মতো……।

নীতীশ মল্লিক

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট