মহারাজের রাজকীয় প্রত্যাবর্তন।


বুধবার,১৬/১০/২০১৯
622

শুভ বিশ্বাস ---

নিজস্ব প্রতিবেদনঃ “আরও একবার যেও তুমি, হেঁটে যেও হাততালির রাত,আর দেখো কত মানুষ দাঁড়িয়ে ,বাড়িয়ে হাত অটোগ্রাফ দিও”।  কলকাতা বিমানবন্দর থেকে শুরু করে ইডেন—তাঁকে এক ঝলক দেখার জন্য উদ্বেল ক্রিকেটভক্তেরা। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র।আরও একবার ক্রিকেটের মসনদে মহারাজ এর রাজকীয় প্রত্যাবর্তন।

 

এদিন কলকাতায় স্বাগত জানানো হল নতুন বোর্ড প্রেসিডেন্টকে। এদিন বহুভক্ত ও ক্রিকেটপ্রেমীরা শুভেচ্ছা জানালেন নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভকে।  শচীন তেন্ডুলকর,থেকে শুরু করে  ভিভিএস লক্ষ্মণ ও বীরেন্দ্র সেওয়াগ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

 

মঙ্গলবার শহরে ফিরলেন সৌরভ গাঙ্গুলি। শহরের ফিরতেই তাকে ঘিরে শুভেচ্ছা ও উন্মাদনার ঢেউ আছড়ে পড়ল কলকাতার বুকে। সৌরভের গাড়ি এসে দাঁড়াতেই আতসবাজির রোশনাইয়ে সিএবি যেন আরও রঙিন হয়ে উঠল। গাড়ি থেকে তিনি নামতেই পুষ্পবৃষ্টিতে ঢেকে গেল চারপাশ।  সবমিলিয়ে বলা চলে মহারাজের রাজকীয় প্রত্যাবর্তন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট