র‌্যাপার কার্ডি বি-এর জন্মদিনে 28 কোটি টাকার হীরার আংটি উপহার


বুধবার,১৬/১০/২০১৯
1012

র‌্যাপার কার্ডি বি-এর জন্মদিনে 28 কোটি টাকার হীরার আংটি উপহার দিল তার স্বামী । বিখ্যাত হলিউড  সংগীতশিল্পী র‌্যাপার কার্ডিরির আজ জন্মদিন উদযাপন হয়েছে। কার্ডিরির এখন ২৭ বছর বয়স। সমস্ত সোশ্যাল মিডিয়ায় কার্ডিরির জন্মদিনকে অভিনন্দন জানয়েছে। কার্ডির স্বামী তার জন্মদিন উপলক্ষ বিস্ময়কর পার্টির আয়োজন করেছে তা দেখে কার্ডি খুশিতে মেতে উঠেছে। তবে শুধু তাই নয়, কার্ডি বি-কে তার স্বামী আরও একটি মূল্যবান উপহার দিয়েছেন। জানাগিয়েছে কার্ডির স্বামী তাকে ‘টাইটানিক ডায়মন্ড’ রিং উপহার দিয়েছে।

অফসেট তার জীবনসঙ্গী কার্ডিকে একটি হার্ট আকৃতির টাইটানিক ডায়মন্ড উপহার দিলে কার্ডির চোখে জল আসে। তবে এই রিংটি নিয়ে এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। রিংয়ের দাম জানাগিয়েছে যে কোনও প্রতিবেদন ছাড়াই বিশ্বাস করা যাচ্ছে যে এই রিংয়ের দাম 28 কোটি টাকারও বেশি। তবে এখন কার্ডি তার এই উপহার পেয়ে খুব খুশি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট