“তুফান” ছবির শুটিং চলাকালীন আহত হন ফারহান আক্তার


বুধবার,১৬/১০/২০১৯
955

“তুফান” ছবির শুটিং চলাকালীন আহত হন ফারহান আক্তার, শেয়ার করলেন এক্স-রে! বলিউড অভিনেতা ফারহান আখতারের ছবি “দ্য স্কাই ইজ পিঙ্ক” বক্স অফিসে তেমন কিছু করতে পারেনি। আজকাল তিনি তার আসন্ন চলচ্চিত্র তুফান নিয়ে অনেক আলোচনায় রয়েছেন। ছবিতে ফারহানকে একজন বক্সারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি থেকে তার প্রথম লুক মুক্তি পেয়েছে। ছবির শুটিং যথারীতি শুরু হয়েছে।

এখন খবর আসছে যে শ্যুটিং চলাকালীন ফারহানের একটি হাতে আঘাত লাগে। ফারহান আক্তার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের হাতের এক্স-রেয়ের একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে তিনি লিখেছেন, এটি আমার প্রথম বক্সিংয়ের চোট। ছবিতে ফারহান আখতারের সাথে আরও দেখা যাবে মৃণালকে। এই ছবিতে ফারহানের বিপরীতে মৃণাল ঠাকুর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আগামী বছরের ২ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট