দিল্লিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব রাজ্য বিজেপির নেতারা


মঙ্গলবার,১৫/১০/২০১৯
791

দিল্লিতে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করলেন বঙ্গ বিজেপির প্রতিনিধিরা। দলের অন্যতম নেতা মুকুল রায়, দলের রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সহ রাজ্য নেতৃত্বের এক প্রতিনিধি দল এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানান। দুর্গাপূজার মধ্যেই বিজেপির ৯ জন কর্মকর্তা নিহত হয়েছেন শাসক দলের দুষ্কৃতীদের হাতে এমন অভিযোগপত্রও তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের হাতে।

https://youtu.be/wspSnhBgK1c

লোকসভা নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত ৩৫ জন খুন হয়েছে বলে অভিযোগ করেন মুকুল রায়। রাজ্যের আইন-শৃঙ্খলা সম্পূর্ণভাবে ঘুমিয়ে পড়েছে বলে এদিক দিল্লিতে অভিযোগ জানান তিনি। যাকে তাকে খুশি পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর। একই অভিযোগ করেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীও। অভিযোগ করে তিনি বলেন মিথ্যে মামলায় দলের কার্যকর্তাদের তাদের ফাঁসানো হচ্ছে।

https://youtu.be/QaCEVwOWKyA

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট