নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং আথিয়া শেট্টি অভিনীত ‘মোতিচুর চাখনাচুর’ নামে ছবির ট্রেলার সম্প্রতি মুক্তি পেল ।


সোমবার,১৪/১০/২০১৯
826

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ একেবারে ভিন্ন চরিত্রে এবার দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং আথিয়া শেট্টিকে। ছবিটি পরিচালনা করেছেন দেবমিত্রা হাসান। এটিই তাঁর প্রথম ছবি। ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং আথিয়া শেট্টি এই দুই অভিনেতা ছাড়াও বিভা ছিব্বার, নভনী পরিহার, বিবেক মিশ্র, করুণা পাণ্ডেকে দেখা যাবে এই ছবিতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট