আজ বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো


রবিবার,১৩/১০/২০১৯
1175

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ “এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার এ ঘরে থেকো আলো করে।। আজ বাংলায় বাঙালির ঘরে ঘরে লক্ষীপুজা আয়োজন চলছে। দুর্গাপুজা শেষ হতেই আজ বাঙালির ঘরে ঘরে চলছে কোজাগরী লক্ষ্মীদেবীর আরাধনা।  তাই কোজাগরী লক্ষ্মী মায়ের আরাধনায় সেজে উঠেছে  বাঙ্গালীর গৃহকোন, মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় শোভা পায় চালের গুঁড়োর আল্পনায় মা লক্ষ্মীর চরণছাপ। আজ কোজাগরী লক্ষীপূজা। ঘরে ঘরে লক্ষীদেবীর আরাধনা চলছে। সমৃদ্ধির আশায় বাড়িতে বাড়িতে শুরু হয়ে গিয়েছে পুজোর আয়োজন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট