মহানগরী থেকে গাঁ-গঞ্জ— লক্ষ্মীপুজোয় চড়া বাজার সর্বত্র।


রবিবার,১৩/১০/২০১৯
944

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ;  আজ কোজাগরী লক্ষীপূজা। ঘরে ঘরে লক্ষীদেবীর আরাধনা চলছে। সমৃদ্ধির আশায় বাড়িতে বাড়িতে শুরু হয়ে গিয়েছে পুজোর আয়োজন।কলকাতার প্রায় সব বাজারেই ফুল-ফল-আনাজের দাম বেড়েছে গড়ে ১০ থেকে ১৫ টাকা।  তবে কেনাকাটা করতে গিয়ে সাধ্যের কথা চিন্তা করতেই হচ্ছে। বাধ্য হয়েই পুজোর বাজেটে কাটছাঁট করতে হচ্ছে বাঙালিকে।মহানগরী থেকে গাঁ-গঞ্জ— লক্ষ্মীপুজোয় চড়া বাজার সর্বত্র।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট