ফের সিমান্তবর্তী এলাকাতে পাকিস্তানি ড্রোন এর আবির্ভাব !


রবিবার,১৩/১০/২০১৯
1279

ফের সিমান্তবর্তী এলাকাতে পাকিস্তানি ড্রোন এর আবির্ভাব ! পাঞ্জাবের ইন্দো-পাক সীমান্তের নিকটবর্তী গ্রামগুলিতে আবার ড্রোন স্পট করা হয়েছে। পাঞ্জাবের হুসেনিওয়ালা এলাকায় ভারত-পাকিস্তান সীমান্তের নিকটে বসবাসরত স্থানীয়রা দুটি গ্রামে একটি ড্রোন উড়তে দেখেছে। সন্দেহ করা হচ্ছে, যে ড্রোনটি পাকিস্তান পক্ষ থেকে এসেছে। গ্রামগুলিতে ড্রোন উপস্থিত হওয়ার সাথে সাথে স্থানীয়রা এটির একটি ভিডিও তৈরি করেছে। এর আগে পাঞ্জাবের দুটি স্থানে ড্রোন সনাক্ত করা হয়েছিল। প্রথমবার ড্রোনটি হাজরাসিংহ ওয়ালা সকালে দেখতে পায় এবং পরে টেন্ডিওয়ালা রাতে দেখতে পেয়েছে বলে জানা গিয়েছে। আর এই দুটি অঞ্চলই আন্তর্জাতিক সীমান্তের খুব নিকটে অবস্থিত।

মঙ্গলবার বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) পাঞ্জাবের হুসেনিওয়ালা সেক্টরে দুটি হাই-ফ্লাইং ড্রোন লক্ষ্য করে, এর কয়েকদিন পর পুলিশ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিমানবাহী অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করার জন্য পাকিস্তানি ড্রোন উদ্ধার করেছিল। বিএসএফ সূত্রে খবর, এর আগে ভারতিয় বিএসএফ কর্মীরা পাকিস্তানের ড্রোন নিয়ে পর্যবেক্ষণ করেছিল, তখন ওই ড্রোনগুলি ভারতীয় সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে দেখা গিয়েছিল। তার পর ফিরে যাওয়ার সময়, ড্রোনটির আলো এবং শব্দ চলে গেল এবং হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এই ঘাটনায় ভারতীয় সেনা বাহীনিকে কঠর নজরদারি রাখার কথা বলা হয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও পুলিশ এই ঘটনাটি তদন্ত করছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট