প্রয়াত হলেন হলিউড অভিনেতা রবার্ট ফোস্টার!


রবিবার,১৩/১০/২০১৯
711

প্রয়াত হলেন হলিউড অভিনেতা রবার্ট ফোস্টার! এখনই হলিউডের জগত থেকে একটি খুব দুঃখজনক সংবাদ প্রকাশিত হয়েছে। সুত্রের খবরে জানা গিয়েছে, হলিউডের এক প্রখ্যাত অভিনেতা পরলোকগমন করেছেন। রবার্ট কিছু সময়ের জন্য মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন এবং ১২ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রবার্ট ফোস্টার মারা যাওয়ার কথা শুনে সমগ্র হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। ক্যারিয়ারে রবার্ট শতাধিক চলচ্চিত্র করেছেন। এমনকি টিভি সিরিজের পাশাপাশি ছবিতেও কাজ করেছেন তিনি।

তাকে ১৯৬৭ সালে ‘রিফ্লেকশন ইন এ গোল্ডেন আই’ ছবিতে দেখা গিয়েছিল। ছবিতে মারলন ব্র্যান্ডো এবং এলিজাবেথ টেলরের মতো তারকারা অভিনয় করেছিলেন। সেই সাথে সাথে রবার্টকে রিফ্লেকশন, দ্য স্টকিং মুন, জাস্টিন, মিডিয়াম কুল, কভার মি বেভ, পিস ড্রিম, ডন ইজ ডেড, স্টান্টস, হলিউড হ্যারি, কূটনৈতিক প্রতিরোধ, মধ্যে, কভার স্টোরি, কমিটেড, বন্দুক এবং লিপস্টিক, চাচা স্যাম সুপারনোভা, বিরল উইন্ডো, ক্লিনার, দ্য ট্রায়ালের মতো চলচ্চিত্র করেছেন। শুধু তাই নয়, রবার্ট কোয়ান্টিন ট্যারান্টিনো চলচ্চিত্র জ্যাকি ব্রাউন এর জন্য অস্কারে মনোনীত হয়েছেন। আচ্ছা এখন তারা আর আমাদের মধ্যে নেই। সোশ্যাল মিডিয়ায় লোকজন তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট