নিজস্ব প্রতিবেদনঃ দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নয়া মেজাজে দেখা গেল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নয়া নজির গড়লেন তিনি। দ্বিতীয়দিন আড়াইশো রানের গণ্ডি টপকে নয়া রেকর্ড গড়লেন ক্যাপ্টেন কোহলি। চলতি বছরে এটাই তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি। দলের অধিনায়ক হিসেবে এই নিয়ে ন’বার ১৫০ রানের গণ্ডি পেরোলেন কোহলি। এছাড়া ৩৩৬ বলে তিনি অপরাজিত থাকেন ২৫৪ রানে।এভাবে ব্যাট হাতে শাসন করতে দেখা গেল কিং কোহলিকে।অধিনায়ক হিসাবে টেস্টে এটি তাঁর সপ্তম দ্বিশতরান।
প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নয়া নজির গড়লেন ক্যাপ্টেন কোহলি।
শনিবার,১২/১০/২০১৯
698
বাংলা এক্সপ্রেস---