দেশ-বিদেশের অভ্যাগতদের উপস্থিতিতে রাজকীয় কার্নিভাল রেড রোডে


শনিবার,১২/১০/২০১৯
958

কলকাতা : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে অন্যমাত্রা এনে দিয়েছে মেগা কার্নিভাল। দেশ-বিদেশের অতিথিদের সামনে বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য তুলে ধরার প্লাটফর্ম হিসাবে এই পুজো কার্নিভাল অন্য মাত্রা এনে দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে শুক্রবার রেড রোডে এই মেগা কার্নিভালে উপস্থিত হন সস্ত্রীক রাজ্যপাল। ছিলেন বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা। বাংলার শিল্প সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরাও এদিন প্রধান মঞ্চে অংশগ্রহন করেন। কলকাতা, শহরতলী ও কলকাতা লাগোয়া জেলার বাছায় করা পুজো গুলি শোভাযাত্রা সহকারে অংশ নেয় কার্নিভালে। তুলে ধরে নিজেদের পারফরমেন্স। রাজ্য সরকারের বিভিন্ন জন কল্যাণমূলক প্রকল্পগুলিও উঠে আসে কার্নিভালে।

শুক্রবার দুর্গাপুজোর মেগা কার্ণিভাল। রাঙামাটির বাংলা এবার কার্নিভালের থিম।টেরাকোটা আদলে সাজানো হয়েছে কার্নিভালের প্রাঙ্গণ।এবারে মূল মঞ্চ গড়ে উঠেছে বাকুড়ার টেরাকোটা কারুকার্য। মোট 75 টি পুজো কমিটি কলকাতা, শহরতলী ও জেলা থেকে অংশ গ্রহণ করে।প্রত‍্যেক ক্লাব পুজো কমিটি কে দুপুর দুটোর মধ্যে রেড রোডে পৌঁছনোর কথা বলা হয়েছিল। সেইমত আগে থেকেই রেড রোডে পৌঁছে গিয়েছিল প্রতিমা। কলকাতায় অবস্থিত প্রতিটি বিদেশি রাষ্ট্রদূত কর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।পাশাপাশি শিল্পী মহলের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।দর্শক আসনের জন্য বিশেষ ব‍্যবস্থা করা হয়।এর পাশাপাশি রাজ‍্য সরকারের উন্নয়ন মূলক ট‍্যাবলো প্রদর্শন করা হবে।জঙ্গল মহল,বাঁকুড়া,রাঙা মাটির ছোঁয়ায় সাজানো হয়েছে রেড রোড।

https://youtu.be/hn1RRAi7aIc

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট