মিজান রহমান, ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর আগে এই সংখ্যা ছিলো ৩১৬ জন। সেই হিসেবে একদিনের ব্যবধানে হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার সংখ্যা ২৪.৭ শতাংশ কমেছে। ১১ অক্টোবর শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১০ অক্টোবর সকাল ৮টা থেকে ১১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে ২৩৮জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৫ জন ও ঢাকার বাইরে ১৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ ৯ অক্টোবর সকাল ৮টা থেকে ১০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ৩১৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ঢাকায় ৯১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২২৫ জন ভর্তি হন। সেই হিসেবে মাত্র একদিনের ব্যবধানে ২৪ দশমিক ৭ শতাংশ ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। বর্তমানে রাজধানী ঢাকার ৪১টি হাসপাতালে ৪০০ জন ও ঢাকার বাইরে ৮১৮ জনসহ সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৯১ হাজার ৩৫৩ জন ডেঙ্গু আক্রন্ত রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৮৯৩ জন। সরকারি হিসবে অনুযায়ী ডেঙ্গুতে এখন পর্যন্ত ৯৩ জনের মৃত্যু হয়েছে।