দাবাং খানের বাংলোয় পুলিশি অভিযান!


শুক্রবার,১১/১০/২০১৯
893

দাবাং খানের বাংলোয় পুলিশি অভিযান! সালমানের বাংলো থেকে একটি আভাবনীয় সংবাদ এসেছে যে তার ভবনের প্রহরী চোর। যে ব্যক্তি সালমান খানের বাংলো দেখাশোনা করতেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যক্তি গত ২০ বছর ধরে সালমান খানের বাংলো পাহারা দিচ্ছিলেন। এই ব্যক্তির বয়স ৬২ বছর বলা হয়। জানা গেছে যে এই ব্যক্তি চুরি করত। পুলিশ প্রায় ২৯ বছর ধরে এটির তদন্ত করছিল। এখন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে তথ্য প্রদান করে এক পুলিশ কর্মকর্তা জানান, নগর পুলিশের অপরাধ শাখার ‘ইউনিট -৪’ সালমানের গড়াই বাংলো থেকে শক্তি সিদ্ধেশ্বর রানা নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সিনিয়র পুলিশ অফিসার নিনাদ সাওয়ান্ত জানিয়েছেন, সিদ্ধেশ্বর রানা এবং আরও কিছু লোক চুরির মামলায় জড়িত ছিল।

১৯৯০ সালে তাকে ক্রাইম ব্রাঞ্চ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছিল। কেউ পুলিশকে জানিয়েছিল যে সিদ্ধেশ্বর রানা গত বেশ কয়েক বছর ধরে এখানে কাজ করতেন। পুলিশের ক্রাইম ব্রাঞ্চের “ইউনিট ৪” খবর পাওয়ার সাথে সাথে তিনি পুরো দল নিয়ে তত্ক্ষণাত সালমানের বাংলোয় গিয়ে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশকে আসতে দেখে সিদ্ধেশ্বর রানাও পালানোর চেষ্টা করলেও পুলিশ বাংলোটির আশে পাশে উপস্থিত ছিল এবং তখন সিদ্ধেশ্বর রানা ধরা পড়ে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট