একাদশীর দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। শুধু মুখ ভার বললে ভুল বলা হবে, সঙ্গে অঝোর ধারায় বৃষ্টি। আর যার জেরে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কিন্তু তাতে কি হয়েছে, উৎসব তো আর বারে বারে আসে না। আর বিশেষ করে সোনার প্রতিমা। মধ্য কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারের দূর্গা পুজোর এবার বড় চমক ছিল সোনার প্রতিমা। আর সেই সোনার প্রতিমা দেখতে তৃতীয়া-চতুর্থী থেকেই ভিড় জমেছিল মণ্ডপে। দশমী অতিক্রান্ত হয়ে গেলেও থেমে নেই ভিড়। একাদশীর বৃষ্টি ভেজা সন্ধ্যাতেও দলে দলে মানুষ পৌঁছে গিয়েছেন সোনার প্রতিমা দেখতে।
দর্শনার্থীদের এই উৎসাহ দেখে বেজায় সন্তুষ্ট পুজোর কর্মকর্তারা। পুজোর অন্যতম কর্তা সজল ঘোষ জানান, দর্শনার্থীদের এই উৎসাহ তাদেরকে নতুন নতুন সৃষ্টিতে আরো বেশি করে সাহস জোগায়। আগামী বছরও সেরকম চমক থাকবে তেমনই ইঙ্গিত দিলেন তিনি।