” আবার কবে -আসছে বছর”। প্রতিবছরের মতো এবারও সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিমা নিরঞ্জন পর্বে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতলেন। ঢাকের তালে তালে নাচলেনও তিনি। পুজো তো আর বারবার আসেনা, শ্রেষ্ঠ উৎসব একবারই। তাই পুজোর কটা দিন আনন্দ উৎসবের মধ্য দিয়ে কাটালেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। বুধবার ছিল প্রতিমা নিরঞ্জনের পালা। সিঁদুর খেলা পর্বে তিনি আর সকলের সঙ্গে নাচের তালে তালে মেতে ওঠেন। অষ্টমীর দিন ঢাক বাজিয়ে ছিলেন সৌরভ। যে ছবি প্রতিবছর দেখা যায়। ব্যতিক্রম ঘটেনি এবারও।
নাচের তালে দাদা সৌরভ
বুধবার,০৯/১০/২০১৯
1177