বাবা-মেয়েতে এবার বম্বে গার্ল


বুধবার,০৯/১০/২০১৯
1349

বাবা-মেয়েতে এবার বম্বে গার্ল । চমক দিয়েই বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুর বলিউডে পা রেখেছিলেন। আর তার পর থেকে নিজেকে প্রস্তুত করতে পরেছে জাহ্নবী কাপুর। জানা গিয়েছে জাহ্নবী এবার তার বাবা বনি কাপুরের প্রযোজনায় একটি ছবি করতে চলেছেন। সেই ছবির নাম বম্বে গার্ল। সব কিছু ঠিক থাকলে পরের বছর জানুয়ারিতে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবিটিতে জাহ্নবীর চরিত্রটি তাঁর বাকি চরিত্রের থেকে একেবারেই আলাদা। বনি কাপুর ছাড়াও এই ছবির প্রযোজনায় রয়েছেন মহাবীর জৈন।

ছবিটি পরিচালনা করছেন, খ্যাতনামা স্ট্রাইকার সঞ্জয় ত্রিপাঠি। ছবিটির বিষয়ে বনি কাপুরের সঙ্গে যোগাযোগ করা হলে বনি জানান, “ছবি নিয়ে আমি বেশ এক্সাইটেড। আর একটা জিনিস দর্শকদের বলতে পারি। ছবিটি এক বার দেখার পর আর ভুলতে পারবেন না।” যদিও ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করতে এখনই নারাজ বনি, তবুও শোনা যাচ্ছে, এক নিউ-এজ টিনেজারকে নিয়েই গল্প বলবে এই ছবি। জাহ্নবী এখন তার পরবর্তী ছবি ‘রুহি আফজা’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট