নিজস্ব প্রতিবেদনঃ পুজো শেষের মুখে। আকাশ বাতাসে দশমীর সুর। চারপাশে বিসর্জনের আবহ। মা দুর্গার এবার কৈলাসে ফেরার পালা।দশমীর সকাল থেকেই মন খারাপের সুর চারিদিকে৷ মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলার প্রস্তুতি৷ দশমীর সকাল থেকেই মন্ডপে মন্ডপে চলছে দেবী বরন ও সিঁদুর খেলা।আজ দশমী ,এবার উমার ঘরে ফেরার পালা। দশমীতে মন খারাপের সুর আকাশে বাতাসে। উমার বিদায় বেলায় মন খারাপ বাঙালির। ঢাকের বোলে বিসর্জনের সুর। অপেক্ষা আরও একটা বছরের।
ঢাকের বোলে বিসর্জনের সুর। অপেক্ষা আরও একটা বছরের।
মঙ্গলবার,০৮/১০/২০১৯
801
বাংলা এক্সপ্রেস---