30 অক্টোবর নিউ ইয়র্কে একাধিক প্রোডাক্ট লঞ্চ করবে Apple


সোমবার,০৭/১০/২০১৯
1154

30 অক্টোবর নিউ ইয়র্কে একাধিক প্রোডাক্ট লঞ্চ করবে Apple। জানাগিয়েছে Apple তার নিজস্ব প্রোডাক্ট যেমন নতুন iPhone 11 সিরিজ, নতুন iPad আর নতুন Apple Watch সেপ্টেম্বর মাসে লঞ্চ করেছিল Apple। আর এই চলতি মাসে অক্টোবরেই আরও কয়েকটি হার্ডওয়্যার প্রোডাক্ট নিউ ইয়র্কে লঞ্চ করতে চলেছে Apple। আর তার মধ্যে হল নতুন 16 ইঞ্চ MacBook Pro আর নতুন iPad Pro মডেল।

এমনকি 15 ইঞ্চি MacBook Pro-ও লঞ্চ হবে বলে জানাগিয়েছে। আর এই MacBook Pro-এ যদিও পাতলা বেজেল থাকার কারনে বড় ডিসপ্লে সেটাপ রয়েছে। এই ল্যাপটপে 3072×1920 রেসোলিউশন রয়েছে। এছারাও একটি ট্র্যাকিং প্রোডাক্ট লঞ্চ করতে পারে Apple। ছোট্ট এই প্রোডাক্ট যে কোন জিনিজে লাগিয়ে রাখলে সহজেই তা খুঁজে পাওয়া যাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট