এবার অবিশ্বাস্য দাম 108MP ক্যামেরা সেটাপ নিয়ে চলতি মাসেই আসছে Mi CC9 Pro । ভারতীয় বাজারে Xiaomi যে ভাবে বিভিন্ন সিরিজের স্মাটফোন গুলি লঞ্চ করছে তাতে ভারতের বাজারকে দাপিয়ে বেড়াচ্ছে। গত জুন মাসে চিনে CC9 সিরিজ স্মাটফোন গুলি লঞ্চ করেছিল Xiaomi।
আর এবার Snapdragon 730G চিপসেট প্রসেসর সহ 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে Mi CC9 Pro চলতি মাসেই লঞ্চ করতে পারে Xiaomi। আর Mi CC9 Pro ফোনের স্পেসিফিকেশন থকছে ওয়াটার ড্রপ নচ কার্ভড ডিসপ্লে, Snapdragon 730G চিপসেট প্রসেসর, 108 মেগাপিক্সেল ISOCELL Bright HMX ক্যমেরা, আর এই Mi CC9 Pro ফোনে Samsung ক্যমেরা সেন্সর থাকতে পারে। 24 অগাস্ট এই ফোন লঞ্চ হতে পারে।