তোমার আর ডাকবো না


সোমবার,০৭/১০/২০১৯
1499

তোমার আর ডাকবো না
এসকেএইচ সৌরভ হালদার

তোমার আর ডাকবো না
এমন করে
মনকে সাড়া দেয় না
ভালোবাসার ঘোরে।

তোমাকে একলা মনে
আপন করে
নিজের মনে বাঁধধে গিয়ে
আপন কে যে বাঁধে কেবল
আপন ভোরে।
যখন আমি ডাকবো তোমায় ,
ফুলের মাঝে আসবে তুমি
প্রজাপতির ন্যায় প্রজাপতির মতো।

এই চিন্তাই করি সারাক্ষণ
কেবল তোমার মাঝে থাকতে চাই
এই ভুবন জুড়ে।

এসকেএইচ সৌরভ হালদার
বাংলাদেশ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট