জীবনের শেষ অধ্যায়


সোমবার,০৭/১০/২০১৯
1588

জীবনের শেষ অধ্যায়
এসকেএইচ সৌরভ হালদার

এই সুন্দর পৃথীবীতে না জানি
কত কিছু আছে।
সব আর হয়ে উঠল না দেখা,
বেসেছিলাম ভালো ঐ দিক
দিগন্তের মানুষকে।
ঐ সেই কলেজ ক্যাম্পাসে
গিয়ে বিরক্ত করব না।
আপন ভাবে টেনে আসা
বন্ধুদের আর বলা হলো না ;
না বলা কথা।
কত স্বপ্ন !কত আশা ছিল!
পূরন হলো না ;
কলেজের মাঠে পড়ে থাকা
পশুর মতো,
আজ আমি নিস্তুব ভাবে পড়ে
আছি।
কেউ ডাকিবে না
ভালোবেসে সৌরভ বলে।
কেউ বিরক্ত কার মুখে
চিৎকার করবে না সৌরভ
বলে।
শুধু নিরবে স্তম্বোর মতো
দাড়িয়ে এক ফোটা অশ্রু
পড়িবে অগিলত ভাবে।
তবে আকাশ পনে তাকিয়ে
থাকা,
এই সুন্দর পৃথীবী কয়েক মুহুর্তে
অন্ধকার হয়ে যাবে।

এসকেএইচ সৌরভ হালদার
বাংলাদেশ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট