অষ্টমীতে মন্ডপে মন্ডপে জনজোয়ার, শুধু কলকাতাতেই নয়,সমগ্র জেলাজুড়ে


রবিবার,০৬/১০/২০১৯
852

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ উৎসবের আমেজে বাংলা। আজ মহাষ্টমী। সন্ধ্যা নামতেই মন্ডপে মন্ডপে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। আজ দুপুর থেকে জনস্রোত শুরু হয়ে যায় উত্তর ও মধ্য কলকাতার মণ্ডপে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জনজোয়ার বেড়ে চলেছে ।

 

সন্ধ্যা নামতেই মন্ডপে মন্ডপে জনজোয়ার।উত্তর কলকাতার সবচেয়ে বড় আকর্ষণ এবার সন্তোষ মিত্র স্কোয়ারের সোনার দুর্গা। বাগবাজার সার্বজনীন, হাতিবাগান, নলিন সরকার স্ট্রিটে আজ সন্ধ্যে থেকেই অসংখ্য মানু্ষের ভিড়। কোথাও সাবেকিয়ানা কোথাও আবার থিমে একেবারে আধুনিকতার ছোঁয়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট