ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর দ্বিশতবার্ষিকী জন্ম দিবস কে স্মরণে রেখে মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের পূজোর ভাবনা রূপায়ন করেছে। মণ্ডপ তৈরি হয়েছে সংস্কৃত কলেজের আদলে। মন্ডপের চতুর্দিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনালেখ্য তুলে ধরা হয়েছে। মন্ডপের ঠিক সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। মণ্ডপের ভিতরে মৃন্ময়ী মা। সঙ্গে নারী শক্তির রূপায়ণ। প্রতিদিন হাজার হাজার দর্শকের ঢল নামছে মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসবে পূজামণ্ডপে। বিভিন্ন শারদ সম্মান ফিরিয়ে নিয়েছে মুকুন্দপুর সার্বজনীন। আয়োজকরা জানান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবনা এবং তাঁর আদর্শকে তুলে ধরার জন্যই এ বছর তারা সংস্কৃত কলেজ কে তুলে ধরেছে তাদের মন্ডপ শয্যায়।
মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসব
রবিবার,০৬/১০/২০১৯
879