Realme শীঘ্রই ইউরোপ ও এশিয়ার বাজারে লঞ্চ করতে চলেছে তার প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme X2 Pro। আর এখন চিনা কোম্পানি Realme-র টিজারে জানাগিয়েছে যে এই Realme X2 Pro ফোনে থাকছে 50W VOOC ফাস্ট চার্জ সাপোর্ট। তবে এর আগে Realme জানিয়েছিল এই ফোনে 65W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে।যদিও সেটা পরিবর্ত করেছে সংস্থা। আর 50W সুপার ভিওওসি ফাস্ট চার্জিং যা কেবল 35 মিনিটের মধ্যে ফোনটি পুরোপুরি চার্জ করতে পারে। এছাড়াও Realme X2 Pro ফোনে থাকছে লেটেস্ট Snapdragoin 855+ চিপসেট প্রসেসর। 64 এমপি কোয়াড ক্যামেরা সেটআপ। যা ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে নির্দেশ করে থাকে।
নিমেশে চার্জ হবে এবার Realme X2 Pro স্মাটফোনে
শনিবার,০৫/১০/২০১৯
1055