ব্যাংকের যাবতীয় তথ্য এবার WhatsApp-এ ?


শুক্রবার,০৪/১০/২০১৯
869

ব্যাংকের যাবতীয় তথ্য এবার WhatsApp-এ। WhatsApp একের পর এক যেভাবে ফিচার্সের আপডেট নিয়ে হাজির হচ্ছে, তাতে সোশ্যাল জগৎতে সবথেকে জনপ্রিয়তার শীর্যে। আর এবার নিয়ে এসেছে আরও একটি নতুন ফিচার্স। আপনি যে কোনো মুহুর্তে যেখানে থাকেন নাকেনো, একটা মেসেজ করে দিলেই আপনার ব্যাংক ব্যালেন্স চেক থেকে শুরু করে, চেক বুক আপডেট, মিনি স্টেটমেন্ট, ডেবিট কার্ডের যাবতীয় তথ্য সবকিছুরই তথ্য মিলবে WhatsApp-এ। এই পরিষেবাই সাধারন মানুষের

ব্যাংকের ঝক্কি আর রিলোনা। তবে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, সারস্বত ব্যাংক, এইডিএফসি ব্যাংক, এইউ স্মল ফিনান্স ব্যাংক-এর অ্যাপ থেকে এবার ব্যাংকিং সার্ভিসের যাবতীয় তথ্য চলে আসবে গ্রাহকদের কাছে। ব্যাংকের ওয়েবসাইটে যে ফোন নম্বর দেওয়া রয়েছে, প্রথমে শুধুই একটা ফোন করলে WhatsApp-এ পরিষেবা দেওয়া শুরু করবে এই ব্যাংকগুলি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট