Coolpad এবার তার নয়া ফোন ভারতে Coolpad Cool 5 লঞ্চ করেছে। Coolpad ভারতের বাজারে Coolpad Cool 5 স্মার্টফোনটি 7,999 টাকায় চালু করেছে। আর এই ফোনটি ইতিমধ্যে গ্রেডিয়েন্ট ব্লু এবং মিডনাইট ব্লু রঙে অ্যামাজনে পাওয়া যাচ্ছে। Coolpad Cool 5 স্মার্টফোনটির স্পেসিফিকেশনে রয়েছে 6.22-ইঞ্চি এইচডি + টিএফটি-আইপিএস ডাবড্রপ নচ এবং 1520 এক্স 720 পিক্সেল রেজোলিউশন ডিসপ্লে, মেডিয়েটেক হেলিও পি 22 অক্টা-কোর প্রসেসর, পিছনের ক্যামেরা 16 এমপি, সেলফি
ক্যামেরা 13 এমপি + 2 এমপি, ব্যাটারি 4000 এমএএইচ ,অ্যান্ড্রয়েড 9.0 পাই অপারেটিং সিস্টেম, 4 জিবি র্যাম 128 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 128 গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।