আজ ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা


শুক্রবার,০৪/১০/২০১৯
2718

আজ ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের জন্য ভারতে আসছেন। আর শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার দিল্লিতে বৈঠক রয়েছে। আর এই বৈঠকে অন্তত ৮টি মউ চুক্তির সই হওয়ারও সম্ভাবনা রয়েছে। জানাগিয়েছে এই দুই প্রতিবেশি দেশের মধ্যে বিগত ১০ বছরে ১০০টিরও বেশি চুক্তি হয়েছে। শেখ হাসিনার সফরসূচি অনুযায়ী, সফরের প্রথম দু-দিন ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়ান ইকনমিক সামিট ২০১৯-এ তিনি যোগ দেবেন। নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে অনুষ্ঠিত হতে চলা দু-দিনব্যাপী এই সামিটের মধ্যমণি বাংলাদেশের প্রধানমন্ত্রী। সামিটের শেষ দিন, ৪ অক্টোবর, শেখ হাসিনার সমাপ্তি ভাষণ রয়েছে। এই সম্মেলনে যোগ দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার এস রস, সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী ও অথর্মন্ত্রী হেং সি কিট-সহ বিভিন্ন দেশের রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, বিভিন্ন বাণিজ্য সংস্থার প্রধানরা

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট