মহারাষ্ট্রে ATM গার্ডের লালসার শিকার চারের শিশুকন্যা। নাবালিকাতো দূরের কথা মানুষ এখন শিশুওকে ছাড়ছেনা।এমনি ঘটনা সামনে এসেছে মহারাষ্ট্রের থানের যশধন নগরে। দেখভালের ক্রেশে ধর্ষণ করল ৪ বছরের শিশুকন্যাকে। এই ধর্ষণে গ্রেফতার করা হয়েছে ওই ক্রেশের কাছেই থাকা একটি এটিএমের নিরাপত্তারক্ষীকে। গ্রেফতার হওয়া ওই নিরাপত্তারক্ষীর নাম দশরথ কাম্বলে।জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবারও শিশুটির মা সকালে তাঁকে ওই ক্রেশে দিয়ে যায়। সেখানেই অভিযুক্ত ওই নিরাপত্তারক্ষী এসে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রাথমিকভাবে কিছু বোঝা না গেলেও শিশুটি যখন বাড়ি যায়, তখন তার মা শিশুটির পোশাক পালটে দেওয়ার সময় ক্ষত দেখতে পান। তখন শিশুটিকে জিগেস করলে সে পুরো বিষয়টি সামনে আসে। তার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ পকসো আইনে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
মহারাষ্ট্রে ATM গার্ডের লালসার শিকার চারের শিশুকন্যা
শুক্রবার,০৪/১০/২০১৯
380