পোলেরহাট সার্বজনীন দুর্গাপুজার এই বছরের থিম পথ নিরাপত্তা


শুক্রবার,০৪/১০/২০১৯
721

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ দেবী আগমনের সময় একেবারেই আসন্ন। তাঁকে বরণ করে নেওয়ার প্রস্তুতি এখন একেবারে শেষ পর্যায়ে।ভাঙড়ের পোলেরহাট সার্বজনীনের এই বছর ৪৯ তম বর্ষে পা দিল। এই বছর তাদের থিম পথ নিরাপত্তা। ভাঙড় এর প্রাচীন বা পুরানো ঐতিহ্য সম্পন্ন পুজোগুলির মধ্যে অন্যতম পোলেরহাট সার্বজনীন দুর্গাপুজা। প্রতি বছরের ন্যায় এই বছরেও তাদের থিমে রয়েছে অভিনবত্বের ছোঁয়া। পুজোর চারদিন পথ নিরাপত্তার বিষয়টি আমজনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্যে সেফ ড্রাইভ সেভ লাইফ থিমটিকে বেছে নিয়েছে পোলেরহাট সার্বজনীন পূজা কমিটি।। পোলেরহাট সার্বজনীন পুজো কমিটির অন্যতম সদস্য সৌরভ ঘোষ জানান সাধারন মানুষ এর মধ্যে পথ নিরাপত্তার বিষয়টি স্বমন্ধে আমজনতাকে সচেতন করার বার্তা দেবে আমাদের এই বছরের থিম। এছাড়া প্রতিমা থেকে শুরু করে আলোকসজ্জার মধ্যে তা ফুটে উঠবে । আমাদের দৈনন্দিন জীবনে পথ চলতি মানুষের মধ্যে পথ নিরাপত্তার বিষয়টি অত্যান্ত গুরুত্বপুর্ন। তাই আমরা এই বছর আমাদের থিম হিসাবে বেছে নিয়েছি সেফ ড্রাইভ সেভ লাইফ থিমটিকে। তবে মণ্ডপে এই ভাব ফুটিয়ে তোলা খুব সহজ কাজ নয় মোটেও। এই থিম ও আলোকসজ্জা ফুটিয়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন শিল্পীসহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা। তাঁরা আশাবাদী উৎসব প্রেমী বাঙালির নজর কাড়বে এই থিম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট